খুলনার কয়রায় ছাত্রলীগের সাবেক নেতা আল আমিনকে কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ সহ ১০ জনকে আসামি করে কয়রা থানায় মামলা রুজু হয়েছে। থানার মামলা নাম্বার ১০ তারিখ ০৮-০৮-২০২১।
প্রসঙ্গত গত ৭ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে।
এসময় আল আমিনের অনুসারীরা ধাওয়া করে লাল মিয়া নামের এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।