খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

কয়রায় চার মৎস্য ব্যাবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলায় লাইসেন্স বিহীন ও অস্বাস্থকর পরিবেশে বাগদা চিংড়ি ক্রয়-বিক্রয়ের জন্য তিন ডিপো মালিক ও একজন খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার মহারাজপুরের মঠবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুল হক।

অভিযানে গাইন ফিসের মালিক সঞ্জয় গাইনকে ৭ হাজার টাকা, একই গ্রামের সুবোলের মোড় মেসার্স আল্লাহর দান ফিসের মালিক আসাদুজ্জামান সরদারকে (খোকন) ৭ হাজার টাকা, কালিবাড়ি মেসার্স ভাই ভাই ফিসের মালিক দিলীপ চন্দ্র ঢালীকে ১০ হাজার টাকা এবং খুচরা মৎস্য ব্যাবসায়ী কার্তিক চন্দ্র বাছাড়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কয়রা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক বলেন, লাইসেন্স তৈরি করা ও স্বাস্থ্যকর পরিবেশে বাগদা চিংড়ি ক্রয় বিক্রিয়ের জন্য মৎস্য ব্যাবসীদের চিঠি দেওয়া হয়েছে। মৎস্য ব্যাবসীরা স্বাস্থ্যকর পরিবেশে ব্যাবসা না করায় ৪ জনের নিকট হতে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!