খুলনার কয়রা উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন গাজী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মুস্তাকিম বিল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সানা, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই