খুলনার কয়রায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছ দুটি মুদি দোকান।
উপজেলার বাগালি ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার (১০ মার্চ) আনুমানিক বেলা ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শহীদুল স্টোর ও জসিম স্টোর আগুনে পুড়ে ছায় হয়েছে।
স্থানীরা জানায়, প্রথমে শহীদুল স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তাৎক্ষণিক ছড়িয়ে তার পাশে থাকা জসিম স্টোরে ও পুড়ে যায়। তাৎক্ষণিক এলাকা বাসি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও। দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শহীদুল স্টোরের মালিক শহিদুল ইসলাম বলেন, বেলা ৪ টার দিকে আমি দোকানে বেচাকেনা করছিলাম এমন সনয় আগুন লাগে এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে ছায় হয়ে যায়।
খুলনা গেজেট/এএ