খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরি-পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার চাই’ শীর্ষক স্লোগানে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেনক্ষেতমজুর সমিতি খুলনা জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, মোঃ ফরহাদ হোসেন, তুলসি দাস রায়, সহ-সম্পাদক সুবীর বর্ধন, কোষাধ্যক্ষ নীরজ রায়, সদস্য মুকুল হালদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে হবে। অবিলম্বে পল্লী রেশনিং চালু করে ক্ষেতমজুরসহ গরীব মানুষকে প্রতি কেজি চাল-আটা ৫ টাকা, চিনি-লবণ-কেরসিন ১৫ টাকা ও তেল-ডাল ৩০ টাকা দরে দিতে হবে। এছাড়া ষাটোর্ধ্ব দরিদ্র বয়স্কদের জন্য পেনশন স্কিম চালু , গ্রামীণ মজুরদের পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তার দাবি জনান বক্তারা।

আরও জানান, ‘১০০ দিনের সৃজন কর্মসূচি’ পুনরায় সব উপজেলায় চালু করে উপকারীভোগীর সংখ্যা বৃদ্ধি ও বাঁচারমত মজুরী দিতে হবে। এনজিও ঋণের জাল থেকে গরীব মানুষকে মুক্ত করতে খাই-খালাসি ধরনের আইন প্রণয়ন, খাস জমি ও খাস পুকুর প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরসহ গরীব মানুষের মধ্যে বণ্টন করতে হবে।

উন্মুক্ত জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করে জেলেদের মাছ ধরার অবাধ অধিকার নিশ্চিতসহ ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে সরকারি খরচে বিদেশে পাঠানো ও প্রেরিত রেমিটেন্স থেকে তা সহজ কিস্তিতে কেটে রাখার ব্যবস্থা করার আহবান জানান।

আরও বলেন, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, নার্স ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করতে হবে। সমকাজের জন্য নারীদের পুরুষের সমান মজুরী দিতে হবে।

তাদের এই দাবিসমূহ বাস্তবায়নের জন্য সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। সভায় আগামী ১৮ মার্চ প্রত্যেক উপজেলা কমিটি স্ব-স্ব উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নতুন গ্রাম কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং যেসকল উপজেলায় কমিটি গঠন করা হয়নি সেখানে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!