যশোরের চৌগাছা উপজেলায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শনে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় দশ শয্যার পল্লবী ক্লিনিকে বৃহস্পতিবার রাতে ১৪ প্রসূতিকে সিজার করার ভয়াবহ তথ্যও জানতে পারেন তারা। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার পৌর শহরের পল্লবী ক্লিনিক, নোভা এইড ক্লিনিক, মায়ের দোয়া ক্লিনিক, কপোতাক্ষ ক্লিনিক, মধুমতি প্রাইভেট হাসপাতাল ও বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি দল নিয়মিত পরিদর্শন শেষে ওই নির্দেশ দেন। ওই সময় তার সাথে ছিলেন যশোরের সহকারী সিভিল সার্জন ডা. শাহীনুর সামাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ ও চৌগাছার আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, পৌর শহরের ছয়টি বেসরকারি ক্লিনিকে নিয়মিত পরিদর্শন করা হয়েছে। এসময় পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকাসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। তিনি বলেন, শহরের পল্লবী ক্লিনিকে বৃহস্পতিবার রাতেই ১৪ জন প্রসূতিকে সিজার করা হয়েছে। এ বিষয়টিও আমাদের নজরে এসেছে।
তিনি আরো বলেন, ক্লিনিকের মালিকদের ত্রুটিগুলো সংশোধন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মধুমতি প্রাইভেট হাসপাতাল ও মায়ের দোয়া প্রাইভেট ক্লিনিক নামে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলিজিক্যাল টেস্ট বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।