বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে দেশে ক্রমবর্ধমান চাল-চিনি-তেল-গাস প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অসহনীয় মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বিবৃতিতে বলেন, করোনার মহামারীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় রোজগার কমে গেছে। সাধারণ মানুষের জীবন ধারণের ন্যূনতম খাদ্য সংগ্রহ করতে মারাত্মকভাবে হিমসিম খাচ্ছে। বিভিন্ন জিনিসের উপর সরকার কর্তৃক মূল্যবৃদ্ধির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসন বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা বাজার সিন্ডেকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।
‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে’ জাতিসংঘের এ ঘোষণায় আত্মতুষ্টিতে আপ্লুত হওয়ার কোনো কারণ নেই। যদি না দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার ব্যবস্থা না করা যায়, তবে সবই বুমেরাং হবে। নেতৃবৃন্দ অতি দ্রুততার সাথে বর্তমান বাস্তবতা উপলব্ধী করে সাধারণ মানুষের জীবন-যাপনে স্বাচ্ছন্দ্য আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন,ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম