নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই ম্যাচ নিয়ে বিশেষ এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি ক্যান্সারে আক্রান্তদের উৎসর্গ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (বানকাট) সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে তারা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে সাত উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় চারটায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টাইগাররা নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ক্যান্সার-যোদ্ধাদের উৎসর্গ করায় বাংলাদেশ হতে চলেছে ইতিহাসের সাক্ষী। কাল বিকাল চারটায় এই ম্যাচ দেখতে ভুলবেন না। এই নিঃস্বার্থ উদ্যোগ যেন সবাইকে ক্যান্সার আক্রান্ত জনগোষ্ঠীর জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে, কারণ আমরা প্রত্যেকেই কারও না কারও জীবন পরিবর্তনের সামর্থ্য নিয়ে জন্ম নিয়েছি।’