খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

কোন অপশক্তি উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে পারবে না : সালাম মূর্শেদী

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো, তারই সুযোগ্য কন্যা এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তিনি আরও বলেন, কোন অপশক্তি এ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাআল্লাহ।

আব্দুস সালাম মূর্শেদী আজ রবিবার (২১ আগষ্ট) বিকেলে দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসনে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য ফ ম আব্দুস সালাম, মোতালেব হোসেন,গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগাঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মল্লিক, আওয়ামীলীগ নেতা মোঃ লোকমান হোসেন, গাজী জাকির হোসেন, খান হাবিবুর রহমান বিপুল, মোঃ মকবুল হোসেন, কে এম আসাদুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান, শাহ আলম, গাজী আজগর আলী, শেখ ইকতার হোসেন, গাজী আব্দুর রউফ, চৌধুরী ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মোল্লা মোকসুদুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, যুবলীগনেতা শেখ রিয়াজ হোসেন, শেখ আনিচুর রহমান,শেখ আল আমিন, শেখ সাইদুর রহমান, গাজী সগির হোসেন পাভেল, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, রুবেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাখী বেগম, নাসরীন আক্তার হীরা, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, নয়ন তারা, ফাতেমা, ইউনিয়ন যুবলীগনেতা সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, কে এম তহিদুজ্জামান, গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজুল ইসলাম, মোল্লা মনির হোসেন, রুবেল সরদার, মোল্লা হামিম হোসেন, আবু সুফিয়ান, গাজী আলী বাকের প্রিন্স, ইসরাইল চৌধুরী প্রমুখ।

এরআগে সকালে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বারাকপুর এবং দিঘলিয়া ইউনিয়নে কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এ সময় তার সংগে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!