খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন
  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব
সভাপতি মুজাফ্ফর, সম্পাদক আল নাঈম বাপ্পি

কেসিসি সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

কেসিসি সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতিক নিয়ে মুজাফফর নির্বাচিত হয়েছে। তার প্রাপ্ত ভোট ১১৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার শেখ চেয়ার মার্কা নিয়ে ৯৩ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. হান্নান হাওলাদার ঘুড়ি প্রতিক নিয়ে ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির হোসেন কলস প্রতিক নিয়ে ৯৩ ভোট পেয়েছেন। সম্পাদক পদে মোঃ আব্দুল নাঈম বাপ্পি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোঃ আশা শেখ টেবিল প্রতিক নিয়ে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দী প্রার্থী মো. কামাল শেখ বালতি প্রতিক নিয়ে পেয়েছেন ৮০ ভোট। অপর প্রার্থী আজিজুর রহমান মোহন টেলিফোন প্রতিক নিয়ে ২০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. তছলিম তালাচাবি প্রতিক নিয়ে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জিয়া শেখ উড়োজাহাজ প্রতিক নিয়ে ৯০ ভোট পেয়েছেন। পরিচালক ৭টি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৫ জন। তার মধ্যে নির্বাচিত হয়েছেন শেখ আসাদুজ্জামান লিটন গোলাপ ফুল প্রতিক নিয়ে ১২২ ভোট পেয়ে, মাসুম বিল্লাহ গরুর গাড়ী প্রতিক নিয়ে ১১৯ ভোট পেয়ে, মো. নাছির হাওলাদার আপেল প্রতিক নিয়ে ১১৫ ভোট পেয়ে, মো. আকরাম হোসেন তলোয়ার প্রতিক নিয়ে ১০৭ ভোট পেয়ে, মো. কামাল শিকদার ময়ূর প্রতিক নিয়ে ১০৫ ভোট পেয়ে, মোঃ আব্দুর রাজ্জাক দোয়াত কলম ও মো. ছগির হোসেন মোরগ প্রতিক নিয়ে একই ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট পেয়েছেন যথাক্রমে মোঃ আল আমীন শেখ টিউবওয়েল প্রতিক নিয়ে ৮৬, শেখ আল আমীন মুন্না চাকা প্রতিক নিয়ে ৯৪, মোঃ আব্দুল খালেখ হাওলাদার প্রজাপতি নিয়ে ৪০, মোঃ চুন্নু হাওলাদার আম প্রতিক নিয়ে ৬১, মোঃ রুহুল আমিন শেখ টেলিভিশন প্রতিক নিয়ে ৭৭, মোঃ লিটন ডাব প্রতিক নিয়ে ৬৭, মোঃ সহিদুল ইসলাম হাতপাখা নিয়ে ৬৬, মোঃ হাবিবুর রহমান বাইসাইকেল নিয়ে ৪৩ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন খুলনা সমবায় অফিস এর সহ-পরিদর্শক নীহার রঞ্জন নন্দী ও নিপা মন্ডল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!