খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ করবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ, বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ খুলনা মহানগর শাখার ০৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল খুলনা সিটি করপোরেশন নির্বাচন ২০২৩ পর্যবেক্ষণ করবেন।

অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে কর্তৃপক্ষকে সহযোগিতা করার লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলীর সার্বিক দিক নির্দেশনায় ১০ জুন রাতে খুলনা মহানগর কমিটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এবং কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক দলের সদস্যবৃন্দ যথাক্রমে আজাদুল হক আজাদ, মোঃ একরামুল হোসেন লিপু, মোঃ সরওয়ার হোসেন এবং বিপ্লব কান্তি দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত সভায় সংগঠনের তরফ থেকে কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ এবং এতদসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সুচারুভাবে তদারকি ও সমন্বয়ের জন্য খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের ও মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলুকে সদস্য করে একটি মনিটরিং সেল গঠন করা হয়। নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য/মতামত/অবজারভেশন উক্ত মনিটরিং সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭২৬-৮০৪১৬৪ এবং ০১৭১১-৩৫৯৮৫১ এ ম্যাসেজের মাধ্যমে প্রেরণ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!