কেসিসি নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে ইসলামী আন্দোলন। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা হতে শুরু হয়ে নগরীর ৩১ টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সংশ্লিষ্ট ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায় আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে খুলনা সিটির সকল ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করার ঘোষণা দেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নগর জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দফতর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, সহ অর্থ সম্পাদক রবিউল ইসলাম তুষার, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওলানা হাফিজুর রহমান, মোঃ জামাল মুন্সি, মাওলানা মশিউর রহমান, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মাওলানা ইকবাল মাহমুদ, মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক, মোহাম্মদ নাজমুল ইসলাম, হাফেজ আব্দুর রাকিব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন খাঁন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কোবির হোসেন, মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব সেলিম হোসেন বাবুল, মোঃ এনামুল হক, মোঃ আব্দুর রহমান, মোঃ আফজাল হোসেন, মোঃ লুৎফর রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মাওলানা ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাজমুল সিকদার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আলফাত হোসেন লিটন, মাসুদুর রহমান, মোঃ হাবিবুর রহমান, ছাত্র নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সহ থানা ও ওয়ার্ড শাখা নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ এস আই