খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ কেসিসির

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম সাধারণ সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা মহানগরীর উন্নয়নে একনেক সভায় ৪’শ ৯১ কোটি ২৮ লক্ষ ৬১ হাজার টাকার ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ-২)’’ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কেসিসির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গুণগত মান বজায় রেখে সম্ভব দ্রুততম সময়ের মধ্যে নগরীতে চলমান কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর এ মহানুভবতা কাজে লাগিয়ে খুলনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। করোনা সংক্রমণের কারণে পূর্বের প্রকল্পসমূহ বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও নতুন প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে জমি অধিগ্রহণ, চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে রাতে কাজ চলমান রাখা, মশক নিধনকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বটিয়াঘাটা এলাকায় গ্যারেজ নির্মাণ, নগরীর শেখপাড়া বাজার সংলগ্ন শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতের গলি পথটি প্রশস্তকরণ, কেসিসি’র ভাতায় পরিচালিত স্কুল ও মক্তবের শিকদের সম্মানী বৃদ্ধি ও মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

সভায় অধ্যাপক অসিত বরণ ঘোষ, বঙ্গবন্ধু পরিষদ-খুলনার সাবেক সভাপতি ডা. কাজী হামিদ আসগর, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোঃ আব্দুল আহাদ মোড়ল, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোশিয়েশন-খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শওকত আলী লস্কর, বাংলাদেশ আওয়ামী লীগ-রামপাল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা শেখ ওবায়দুল্লাহ রন, খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুল করিম রাঢ়ী-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!