খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সংরক্ষিত ১০নং আসনে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী রেকসোনা কালাম লিলি বিজয়ী হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মো. ইউনুচ আলী।
এ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী রেকসোনা কালাম লিলি’র আনারস প্রতীকে ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দলীয় প্রার্থী সাবেক কাউন্সিলর রোকেয়া ফারুকের ‘বই’ প্রতীকে ৭৬৩ ভোট পেয়েছেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী বলেন, কেসিসি’র ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ১০নং আসনের মোট ভোটার ৬৫ হাজার ১৫০ জন। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা (৫৯) ইন্তেকাল করেন। তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেসিসি’র সংরক্ষিত ১০নং আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।