খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

কেসিসি’র সংরক্ষিত ১০নং ওয়ার্ডে লিলিকে বিজয়ী করার আহবান আ’লীগের

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে খুলনাকে প্রাধান্য দিয়েছেন। সে কারনেই রূপসা শিপইয়ার্ড বাইপাস সড়কে তৃতীয় বারের মত অর্থ বরাদ্দ দিয়েছেন। এই সড়কটি চার লেনে হলে খুলনার চিত্রপট পাল্টে যাবে। তিনি আরো বলেন, খুলনা এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ নং আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে নির্বাচিত করতে হবে। বিশেষ করে ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকা-কে আমরা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। সেজন্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষকে উন্নয়নের কথা বুঝিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে ভোট প্রার্থনা করে বিজয় ছিনিয়ে আনতে হবে

বুধবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রেকসোনা কালাম লিলির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চান ফরাজী, যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মীর বরকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার বুলবুল, ফেরদৌসী আলম রিতা, কে এম চঞ্চল, আল আমিন কবীর, আশরাফুল আলম বাবু, আব্দুল কাদির সৈকত। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ।

এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী আজগর মিন্টু, এ্যাড. একেএম শাহজাহান কচি, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কাজী আমজাদ হোসেন টিপু, মো. সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুল জলিল হাওলাদার, মো. দাদন আলী, এ্যাড. আশরাফুল আলম পাপ্পু, কাজী নজরুল ইসলাম, খেলাফত হোসেন মন্টু, শাহীন মল্লিক, রফিকুল ইসলাম ডাবলু, মো. শহিদুল ইসলাম, মো. টুটুল ফকির, এম এ হাসিব, মো. মনিরুল ইসলাম, আশরাফুল আলম মিলন, সালাউদ্দিন শিকদার, ইলিয়াছ হোসেন লাবু, জাহিদুর রহমান, মো. মিজানুর রহমান মতিন, আবিদ হাসান, আকলিমা খাতুন প্রমুখ।

এর আগে, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ নং আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে রেকসোনা কালাম লিলিকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ মনোনয়ন প্রদান করেন।

এসময়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শিহাব উদ্দিন সহ সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, ফেরদৌস আলম রিতা, রেকসোনা কালাম লিলি, ফারজানা ইসলাম শর্মী, স্মরণী ইসলাম সুইটি, হোসনে আরা, মাকসুদা আক্তার পাখি উপস্থিত ছিলেন।

এসময়ে সভার সভাপতি তালুকদার আব্দুল খালেক সকল প্রার্থীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে কাজ করার আহবান জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!