খুলনা সিটি কর্পোরেশনের ১২তম বিশেষ সভা সোমবার (২২ আগস্ট) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এডিবি’র থোক বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহবান করা হয়।
সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বজনদের স্মৃতির প্রতি, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এ্যাড. মঞ্জুরুল ইমাম, আওয়ামী লীগ নেতা মরহুম এস এম এ রব সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা-কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় সিটি মেয়র কেসিসিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, মহানগরীর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন কেসিসি পরিবারের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বিভিন্ন প্রকল্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছেন। ফলে নগর জুড়ে এখন কর্মযজ্ঞ চলছে। সিটি মেয়র উন্নয়ন মূলক সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় প্রতিটি ওয়ার্ড এলাকায় প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে থোক বরাদ্দের সুষম বন্টন এবং স্থায়ী কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: কবির হোসেন কবু মোল্যা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো: ডালিম হাওলাদার, এম ডি এ মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান, মো: আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: শমশের আলী মিন্টু, মো: গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ফকির মো: সাইফুল ইসলাম, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মো: আজমুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।