খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চলতি অর্থ বছরের ৬২২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার বাজেট আসছে। বিশেষ সভার পর এ মাসের শেষ দিকে বাজেট ঘোষণা হতে পারে। তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হবার পর তার জামানায় এটি তৃতীয় বাজেট। গত বছরের ২৬ আগস্ট সদ্য সমাপ্ত অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেসিসি’র জিআইজেড সভা কক্ষে অর্থ ও সংস্থান স্থায়ী কমিটির সভায় আগামী অর্থ বছরের বাজেটের এ পরিধি উপস্থাপন হয়। কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম সভায় সভাপতিত্ব করেন। সভায় বাজেট উপ-কমিটি গঠন ও বাজেটের দিনে দুই লাখ ৬০ হাজার টাকার খরচ অনুমোদন করা হয়। ঢাকা থেকে চিকিৎসা শেষে মেয়র খুলনায় ফিরলেই বিশেষ সভার পর বাজেট আহবান করা হবে বলে সভাকে অবহিত করা হয়।
এবারের বাজেটে সরকারি অনুদান আশা করা হয়েছে ২৫৬ কোটি টাকা। গত অর্থ বছরে সরকারি অনুদান আশা করা হয় ২৫০ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। গত অর্থ বছরে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। সংশোধিত বাজেট ৩৬৫ কোটি ৭২ লাখ টাকা।
এবারের বাজেটের অন্যতম বিষয়, ভারত সরকারের অর্থায়নে মহানগরীতে কৃষি মার্কেট ও পার্ক স্থাপন। রাস্তা-ঘাট, ড্রেন, ফুটপাত নির্মাণে একশ’ কোটি টাকা, মহানগর এলাকায় খননকৃত রাস্তা সংস্কারে দুইশ’ কোটি টাকা, হাজী শরিয়তউল্লাহ্ বিদ্যাপীঠ, খালিশপুর দারুল কোরআন মাদ্রাসা, ইসলামাবাদ কলেজিয়েট, দৌলতপুর কলেজিয়েট ও খালিশপুর কলেজিয়েট উন্নয়ন ৫৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
সভায় সভাপতি উল্লেখ করেন, এবারের উন্নয়নমুখী বাজেটে মহানগরীর সড়ক, ড্রেনেজ ব্যবস্থা তথা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। নগরীর আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোড, হাজী মহসিন রোড এলাকার ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গত অর্থ বছরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একশ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ইউএনডিপিসহ কয়েকটি দাতা সংস্থা মহানগরীর উন্নয়ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে। বাজেটে কোভিড-১৯ রোগ প্রতিরোধ, মশক নিধন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম