পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার এক সভা শনিবার (১০ জুন) বিকেলে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা।
সভায় বক্তারা বলেন, গত ৬ জুন’২৩ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সুরক্ষা মঞ্চের ময়ূর নদের দখল-দূষণ রোধ ও চলমান খনন প্রকল্প নিয়ে পরামর্শ সভায় উত্থাপিত আলোচনা নিয়ে “ময়ূর নদ খননে সুফল পাওয়া নিয়ে সংশয়” শীর্ষক শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এই খবরের প্রেক্ষিতে খুলনা সিটি কর্পোরেশনের প্রতিবাদ ও বিস্মিত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খুলনার বিশিষ্ট নাগরিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
গত ৮ জুন খুলনা কয়েকটি স্থানীয় পত্রিকায় খুলনা সিটি কর্পোরেশনের এই প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে নাগরিকদের পক্ষ থেকে জানানো হয়, পরামর্শ সভায় খুলনার প্রবীণ ও বিশিষ্ট নাগরিকরা পূর্বের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে এ কথাগুলো বলেন। তারা বলেন, আগেও এভাবে খনন হয়েছে যার কোন ফল নগরবাসী পায়নি। এবারও মাঠ পর্যায়ে দেখা গেছে নদের সীমানা নির্ধারণ ছাড়া, অবৈধ স্থাপনাকে উচ্ছেদ না করে, খননকৃত মাটি ও বালুর সঠিক ব্যবস্থাপনা বিবেচনায় না রেখে এবং এলাকার মানুষকে সম্পৃক্ত না রেখে যে কর্মকান্ড চলছে তা নিয়ে পূর্বের অভিজ্ঞতার কথা ভেবে সংশয় প্রকাশ করেছেন নাগরিকরা। যে পরামর্শ সভায় প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নাগরিকরা উপস্থিত ছিলেন তেমন একটি কর্মসূচি নিয়ে প্রতিবাদ এবং কেসিসি’র বিস্ময় প্রকাশ খুলনার নাগরিকদের অপমান করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। খুলনার নাগরিকরা তাদের আলোচনায় কেসিসি’র এই প্রতিবাদ সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে গণ্য করেন।
নাগরিক প্রতিনিধিরা উষ্মা প্রকাশ করে বলেন, এই কর্মসূচিতে বারবার বলা সত্ত্বেও কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। নাগরিকরা তাদের বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বিচ্ছিন্ন না থেকে খুলনার বিশিষ্ট নাগরিক ও এলাকার জনগোষ্ঠীর মতামত, জনগোষ্ঠীকে সাথে নিয়ে ও নদের সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খননকৃত মাটির সঠিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন শর্ত মেনে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। – খবর বিজ্ঞপ্তি