কেশবপুরে ৭ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে।কেশবপুর মুক্ত দিবস উপলক্ষে বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেশবপুর উপজেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে ৭ ডিসেম্বর মুক্ত দিবস পালিত
হয়েছে।
এই দিবস উপলক্ষে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান এ্যাড. মিলন মিত্র প্রমুখ।
উপস্থিত ছিলেন সাঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, যশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য খন্দকার আব্দুল আজিজ, কাউন্সিলর কবির হোসেনসহ কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগণ।
খুলনা গেজেট/ বিএমএস