কেশবপুরে লকডাউন চলাকালে জরুরী বিধিনিষেধ বাস্তবায়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে কেশবপুর পৌরসভায় বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কেশবপুর পৌরসভার বিট পুলিশিং কার্যালয়ে পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে পৌর বিট পুলিশিং ইনচার্জ এস আই হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, পৌর সভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, এস আর সাঈদ, ব্যবসায়ী ইকবাল হোসেন খান তোতা, ৮নং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ফতেমা খাতুন পৌরসভার মহিলা প্যানেল মেয়র খাদিজা খাতুন, কাউন্সিলর আছিয়া হালিম, আসমা খাতুন, কাউন্সিলর কবির হোসেন, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন খাঁন,আঃ হালিম মোড়ল।
সভায় করোনা মহামারি রোধে লকডাউন চলাকালে জরুরী বিধিনিষেধ বাস্তবায়নের জন্য পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়লকে সভাপতি ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনকে সদস্য সচিব ও সকল পৌর কাউন্সিলরদের সমন্বয়ে সুশীল সমাজকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।