যশোরের কেশবপুর উপজেলার ৫ ধাপে ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ টি ইউনিয়নের মধ্যে ৪ নৌকা ও স্বতন্ত্র ৬ জন বে-সরকারি নির্বাচিত হয়েছেন। ১টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
ত্রিমোহিনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসিছুর রহমান (আনারস), সাগরদাঁড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুল ইসলাম মুক্ত (চশমা), মজিদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবীর পলাশ (আনারস), বিদ্যানন্দকাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন হোসেন (আনারস), মঙ্গলকোট ইউনিয়নে আব্দুল কাদের (নৌকা), পাঁজিয়া ইউনিয়নে জসিম উদ্দিন (নৌকা), সুফলাকাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস. এম. মনঞ্জুর রহমান (চশমা), গৌরীঘোনা ইউনিয়নে এস. এম হাবিবুর রহমান (নৌকা), সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বাবু (চশমা), হাসানপুর ইউনিয়নে তহিদুজ্জামান (নৌকা) বে-সরকারি নির্বাচিত হয়েছেন।
এছাড়া কেশবপুর সদর ইউনিয়নে ১টি কেন্দ্র গোলজগ হওয়ার কারণে ভোট স্থগিত হয়ে গেছে।
খুলনা গেজেট/ এস আই