যশোরের কেশবপুর বুধবার বিকেলে কলেজ ছাত্র ও মোটরসাইকেল চালক রাসেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের থানার মোড়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়া গ্রামবাসীর উদ্যোগে ওই মানবন্ধনে শত শত মানুষ হাজির হন।
সাবদিয়া গ্রামের সবুজ হোসেন নিরবের সভাপতিত্বে মানববন্ধনে আসামিদের ফাঁসির দাবি জানিয়ে বক্তৃতা করেন, কাউন্সিলর কবির হোসেন, রাশিদা বেগম, রাসেলের বাবা মাজিদ মোড়ল, মা সাজেদা বেগম, মারুফা খাতুন, আব্দুস সাত্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাড়ি থেকে হলে রাতে তার কোন সন্ধান পায় না পরিবারের লোকজন। পরের দিন সকালে উপজেলার চিংড়া গ্রামের ডেপার মাঠের ধান খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাসেল হোসেনের হত্যার পর ডিবি পুলিশ গত ৩০ অক্টোবর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার হাসানপুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মাসুদ হোসেন (১৯) ও বিষ্ণুপুর গ্রামের আব্দুর রউফ মোড়লের ছেলে অহিদ হোসেন (১৯) নামে ২ যুবককে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক রাসেলের মোবাইল ও হত্যাকাজে ব্যবহৃত ১টি চাকু জব্দ করা হয়।
খুলনা গেজেট/ টি আই