যশোর জেলার কেশবপুরে দেড় কেজি গাঁজাসহ সুভাষ দাস(৫১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল পৌনে চারটার দিকে কেশবপুর থানাধীন সুফলাকাঠি গ্রামে চৌকিদার চৈতন্য ঋশি এর বাড়ির পাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল।
র্যাব-৬ এর সূত্রে জানা যায়, কেশবপুর থানাধীন সুফলাকাঠি গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি বৃহস্পতিবার আনুমানিক পৌনে ৪ টায় সুফলাকাঠি গ্রামে চৌকিদার চৈতন্য ঋশি এর বাড়ির পাশে অভিযান পরিচালনা করে। এসময় কেশবপুরের আলতাপোল এলাকার দেব রঞ্জন দাসের ছেলে সুভাষ দাস(৫১) কে ১.৫০০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই সাথে তার মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ সময় খুলনার ডুমুরিয়ার শাহপুর এলাকার জিবন (২৫) নামের তার অপর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এমএম