কেশবপুরে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কেশবপুর থানায় মামলার বিবরণ সুত্রে জানাগেছে সাতক্ষীরা র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেশবপুর দলিল লেখক সমিতির কার্যালয় এলাকা থেকে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট দলিল লেখক শাহাদাত হোসেন (৪৮) সহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। শাহাদাত হোসেন উপজেলার সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের আবুল কাসেমের পুত্র।
এসময়ে শাহাদাত হোসেনের নিকট হতে ২৫ পিচ ইয়াবা সহ তাদের নিকট হতে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মামলার অপর ২ জন আসামি হলো কেশবপুর পৌরসভার বাজিতপুর এলাকার কাওছার হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মজিতপুর গ্রামের ভদ্র দাসের ছেলে আকাশ দাস (১৯)। র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনের- ২০১৮ এর ৩৬(১), ১০(ক) ধারায় মামলা করেছে যার নং- ২, তাং ০২/০৯/২০২১। আটককৃত আসামীদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।
খুলনা গেজেট/কেএম