যশোরের কেশবপুরে বসতবাড়ির জমিনিয়ে বিরোধের জের ধরে প্রতিক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মৃর্জানগর গ্রামের মৃত শেখ ইমান আলীর প্রতিবন্ধী পুত্র বিল্লাল হোসেন এর সাথে একই গ্রামের শেখ আমিনউদ্দীনের পুত্র জাহিদুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে তারই সুত্র ধরে জাহিদুল ইসলাম, সাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও তার ভাগ্নে সুমন মিলে প্রতিবন্ধী বিল্লাল হোসেন (৫০) ও শেখ শাহিনের (৩০) উপর হামলা করে তাদের রক্তক্ত জখম করে আহত করে। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছে। ত্রিমোহিনীর ইউপি সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ করেন।
এব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ টি আই