খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কেশবপুরে গত ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে চলতি জুলাই মাসের সবোর্চ্চ করোনা পজেটিভ রোগী শনাক্ত হয় গত ২৪ ঘন্টায়। এ সময়ে ২৪ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,   গত ২৪ ঘন্টায় ৫৩ জনের নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে ২৪ জনের। হাসপাতালে নয় জন করোনা রোগী ভর্তি আছেন। অন্যরা স্ব স্ব বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

কেশবপুরে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহতার দিকে যাচ্ছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। কঠোর লকডাউন ঘোষণা দিলেও মানুষের সচেতনতা বাড়ছে না। উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ বিভাগ যৌথ টহল জোরদার রেখেছেন। তারপরেও মানুষের চলাচল কমছে না।

জরুরী বিধিনিষেধ উপেক্ষা করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮টি মামলায় ৬ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ৪টি মামলায় ৪ হাজার টাকা, সহকারী কমিশনর (ভুমি) ইরুফা সুলতানা ৪টি মামলায় ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!