খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

কেশবপুরের মধু মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে সপ্তাহব্যাপী চলা মুধ মেলায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে সাতক্ষীরা সদর হাসাপাতলে রেফার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই মধু মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও আহতরা জানায়, রোববার রাত ৮টার দিকে চিংড়া গ্রামের মজিদ সানার ছেলে সোহেল সানা মোটরসাইকেল নিয়ে মেলার মূল মাঠের দিকে প্রবেশ করছিলেন। এমন সময় চিংড়া রোডের মিজানুর রহমানের গ্যারেজের সামনে পৌছালে বাঁশের বেরিকেড দিয়ে সোহেলকে থামায় মিজানুরের লোকজন। সোহেলকে মোটরসাইকেল নিয়ে মেলার ভেতরে যেতে নিষেধ করেন। কিন্তু সোহেল কোনো ভাবেই তা শুনতে চাননা। অন্যদিকে, মোটরসাইকেল গ্যারেজের ইজারাদার মিজানের লোকজন কিছুতেই মোটরসাইকেল নিয়ে যেতে দেবেনা বলে জানায়। এক পর্যায় সোহেলকে তারা মারপিট করে। সোহেলও কয়েকজনকে ডাক দেয়। এসময় দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি হয়। সেসময় সোহেল আকরামসহ তার লোকজনকে ফোন দিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষনিক চিংড়া গ্রামের আবু সাইদ, সিরাজসহ আকরামের অনুসারী ২০ থেকে ২৫জন লোহার রড, বাঁশের লাঠি নিয়ে এসে এলাপাতাড়িভাবে মোটরসাইকেল গ্যারেজের ইজারাদার মিজানের লোকজনদের উপর হামলা চালায়। এসময় চিংড়া গ্রামের মমিন, তার ভাই আমিনুর, আব্দুর রউফ, আলিম দফাদার, হৃদয় জখম হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে মোমিনের শারিরীক অবস্থা শঙ্কাজনক ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, সংঘর্ষের পর মেলার মাঠে আতঙ্ক ছড়িয়ে পরে। মেলায় আগত দরর্শনার্থীরা মেলা না ঘুরেই তড়িঘড়ি করে বাড়ি ফিরে যান। স্থানীয় অপর একটি সূত্র জানায়, সাগরদাঁড়ি ইউনিয়নের সভাপতি ও মধুমেলার ইজারাদার আকরাম হোসেনের একান্ত সহযোগী জুয়েলেরর আপন ছোট ভাই সোহেল।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট সীমানার ওপাশে মোটরসাইকেল নেয়া নিষেধ ছিলো। কিন্তু সোহেল তা মানতে রাজি হয়নি। এ নিয়ে গোলোযোগের এক পর্যায়ে সোহেল লোকজন ডেকে এনে হামলা চালিয়েছে। এসময় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে হৃদয়কে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান আনোয়ার হোসেন।
মধুমেলার ইজারাদার ও সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে মধু মেলার কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!