খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

কেবলমাত্র মেধা এবং যোগ্যতায় কনস্টেবল নিয়োগ হবে : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যে কোন ধরণের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া প্রতারক এবং দালালমুক্ত হবে। কেবল মাত্র মেধা এবং যোগ্যতায় কনস্টেবল নিয়োগ হবে। এমনটাই জানিয়েছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

তিনি বলেন, প্রতারকদের কোন সুযোগ নেই কাউকে নিয়োগ দেওয়ার। কারণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হবে। আবেদনকারী অনলাইনে আবেদন করবেন, মাঠে তাকে কিছু পরীক্ষায় পাস করতে হবে। সেখানে তাকে কেউ সহযোগিতা করতে পারবে না। রিটেন পরীক্ষা হবে একস্থানে, খাতা দেখবে অন্যস্থানে। রেজাল্টসহ সম্পূর্ণ প্রক্রিয়া পৃথক স্থানে সম্পন্ন হবে। কারও সাথে কারও সম্পৃক্ততা নেই।

কনস্টেবল পদে আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনভাবে কোন প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন করা যাবে না। যদি কেউ করে তাহলে সে শতভাগ প্রতারিত হবে। যিনি টিকবেন তার শারীরিক সামর্থ, মেধা এবং যোগ্যতায়।

এদিকে রোববার (২৬ সেপ্টম্বর) খুলনা পুলিশ লাইন্স (শিরোমনি) ড্রিলসেডে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.এন.এম. ওয়াসিম ফিরোজের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। সেইসাথে নভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে চলমান উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কাজ অব্যাহত থাকবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ও পুলিশ সদস্যরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!