খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন যশোর জেলার অভয়নগর থানার বৈকারা শ্যামলের ভাটা এলাকার মোঃ মানিক শেখের ছেলে মোঃ হুসাইদ শেখ (২৪), নগরীর খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার মৃত: হান্নান শেখের ছেলে মোঃ আসলাম শেখ (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাজুলিয়া এলাকার মৃত: রাজা সরদারের ছেলে মোঃ পাপ্পু সরদার (২৬), নগরীর দৌলতপুর থানার মৃত: ডাঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সুমন আহম্মেদ (৩৫) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার তেলিগাতী এলাকার মৃত: আবুল হাশেম সরদারের ছেলে মোঃ মাহবুবুল আলম (৩৩)।
খুলনা গেজেট/এনএম