খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন মাদারীপুর সদরের হাজরাপুর এলাকার আলম কাজীর ছেলে রহিম কাজী (২৭), নগরীর খালিশপুর থানার মুজগুন্নি (নেছারিয়া মাদ্রাসা) এলাকার মৃত: আব্দুল কুদ্দুসের স্ত্রী পারুল বেগম (৩৮) এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মোঃ বাবু শেখের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত মুন্না (১৯)।
খুলনা গেজেট/এনএম