খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকার শেখ আলমগীর সাত্তারের ছেলে মোঃ শাহেদ হোসেন (৩২), খালিশপুর থানার পিপলস নিউ কলোনীর সৈয়দ মোঃ ইসমাইলের ছেলে মোঃ রুবেল ইসলাম (২২), দৌলতপুর থানার পাবলা কারিকর পাড়া এলাকার আব্দুল গণি হাওলাদারের ছেলে মোঃ সুমন (২৮), খালিশপুরের বাংলার মোড় এলাকার মোঃ রশিদ মোল্লার ছেলে মোঃ বাবু মোল্লা (৩২), একই থানার হাউজিং এস্টেট নতুন কলোনীর মোঃ ইমন আলীর ছেলে মোঃ রিয়াদ হোসেন (২০) এবং লবণচরা থানার জসিম উদ্দীন সড়ক মোল্লাপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৪)।
খুলনা গেজেট/এনএম