খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫১৬ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার রঘুনাথ নগর এলাকার মোঃ মহিউদ্দিন খানের ছেলে মাসুদ রানা (২৫), একই এলাকার মোঃ কামরুল মোড়লের ছেলে কুদ্দুস মোড়ল (৩০), বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা এলাকার মৃত: লুৎফর রহমানের ছেলে আরিফুজ্জামান (২১), মাগুরা জেলার শ্রীপুর থানার দোরান নগর পূর্বপাড়া এলাকার স্বপন সরকারের ছেলে সুজন সরকার (২৮) এবং পিরোজপুর জেলার শেংগুল হাইস্কুল এলাকার মোঃ মিলন খানের ছেলে মোঃ রাজু খান (৩০)।
খুলনা গেজেট/এনএম