কেএমপি’র অভিযানে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিন কেজি গাঁজাসহ আঃ মালেক হাওলাদার (৫৩) কে আটক করা হয়েছে। মালেক হাওলাদার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার মৃত: তমিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
কেএমপি সূত্র জানায়, দৌলতপুর থানার এসআই এস এম মনিরুজ্জামান মিলন এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে পশ্চিম সেনপাড়া থেকে মালেক হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিন পোটলায় তিন কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম