খুলনা, বাংলাদেশ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
  যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

কেএমপি’র অভিযানে চার হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে পিস ইয়াবা ও গাঁজাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লবণচরা থানাধীন জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজগামী টুঙ্গীপাড়া বাস কাউন্টারের সামনে থেকে চার হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব সুরাজপুর মগপাড়া বিল এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ রাকিব (২০), একই জেলার ঈদগাঁও থানার নাপিতখালী এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ মিজান (২৮) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী এলাকার মোঃ বারেক মোল্লার ছেলে মোঃ ইব্রাহীম মোল্লা (২৪)।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কেএমপি‘র গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বর্ণিবাসুরে এলাকার মৃত: সাহেব আলী শিকদারের ছেলে মোঃ আবু জাফর শিকদার (৪৮), জেলার তেরখাদা উপজেলার কাগদি এলাকার প্রমথ রঞ্জন মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডল (২৭), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল দক্ষিণপাড়া এলাকার মোঃ আনসার গাজীর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৫) এবং যশোর জেলার বাঘারপাড়া থানার সেকেন্দারপুর এলাকার ইসহাক মন্ডলের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!