খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

কৃষিযন্ত্র হরিলুট: সাবেক প্রকল্প পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বরখাস্ত

গে‌জেট ডেস্ক

কৃষিযন্ত্র হরিলুট নিয়ে তদন্তের পর সত্যতা মেলায় সাবেক প্রকল্প পরিচালকসহ ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।

টানা ২ মাসের তদন্ত শেষে সাবেক প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলামসহ কৃষি ক্যাডারের ৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রচার করা প্রতিবেদনের সত্যতা মিলেছে। এবং এর সঙ্গে ৮ জনের সরাসরি সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। সেই আট জন কর্মকর্তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।

কিন্তু যে টেকনিক্যাল কমিটির সুপারিশে নিম্নমানের যন্ত্র কৃষকদের গলার কাটা বানানো হলো, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়? এমন প্রশ্নে কৃষি সচিব জানান, অধিকতর তদন্তে গঠিত হয়েছে, আরও একটি কমিটি।

ড. এমদাদ উল্লাহ মিয়ান আরও বলেন, এনবিআরের তথ্যে কিছু গড়মিল পেয়েছে। যেসব কোম্পানির মাধ্যমে এই কাজ করা হয়েছে সেখানে তথ্যগত কিছু বিভ্রান্তি আমার দেখেছি। তাই সেগুলো আমরা যাচাইবাছাই করছি। পুরো বিষয়টি ডিটেল তদন্তের জন্য আমরা এটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হচ্ছে।

দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের এই উদ্যোগ ভণ্ডুল কর্মীদের কঠোর শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের কথা বললেন সংশ্লিষ্টরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!