বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সকাল ১১ টার সময় এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে এবং কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এস. এম গোলাম কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন এমপি, মোঃ আলীম হোসেন, সহ-সম্পাদক মোঃ ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিঃ মোমিনুর রহমান, এড. আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিম হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ জুলফিকার আলী ভুট্টো। এছাড়াও উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান, আব্দুল কাদের, নবীর হোসেন, লাভলুর রহমান বাবলু, মকবুল হোসেন, আবু সাঈদ শেখ, আসাফুদ্দৌলা জুয়েল, আহসান কাদির স্বপন, এস এম গোলাম কবির, নুরুল হুদা খান বাবু, আমিনুর রহমান মিনু, এড. শাহিন প্রমুখ।