খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. হাসিব সরদার নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মুরাদ হোসেন (কম্পট্রোলার দপ্তর) ও মো. পারভেজ আলম (সিভিল), সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন আলী (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাংগঠনিক সম্পাদক পদে শেখ হাফিজুর রহমান (সাবষ্টেশন) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান (এলই) (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাহিত্য, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান (টিই) (বিনা প্রাতিদ্বন্দ্বীতায়), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিঠুন কুমার দাশ (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) দপ্তর সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং নির্বাহী সদস্য ৫টি পদে এস এম নুরুজ্জামান, শাহ মো. হুসাইন, মো. হাবিবুর রহমান (ইইই), মিনা শরিফুল ইসলাম, মো. সাইদুল ইসলাম (বাবুল) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কর্মচারী সমিতির (৩য় শ্রেনী) মোট ১৯০টি ভোটের মধ্যে ১৮৯টি ভোট প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোটগণনা করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সেকশন অফিসার (গ্রেড-১) হীরামনি শাহীতাজ, নির্বাচন কমিশনার ছিলেন সেকশন অফিসার (গ্রেড-২) মো. রবিউল ইসলাম ও সেকশন অফিসার (গ্রেড-২) শেখ ফিরোজ আহম্মেদ।
খুলনা গেজেট/এনএম