খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন (৩৮) আজ ৩০ নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি প্রফেসর সেলিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, প্রকাশনা কমিটি প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/এএ