খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

কুয়েটে দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট (স্পাকট্রাম)’র আয়োজনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ইনডোর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ২ দিন ব্যাপী ন্যাশনাল জব ফেয়ার।

আয়োজক সূত্রে জানা যায়, জব ফেয়ারে দেশের কর্পোরেট বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ ১৯ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দুই দিনব্যাপী এ জব ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে অফলাইন এবং অনলাইনে কুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ বর্ষের প্রায় ৫ হাজার শিক্ষার্থী সিভি জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জব ফেয়ারের শেষ দিনে ক্যারিয়ার সেশন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এ দিন বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্যারিয়র সেশনে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ম্যানেজার এইচআর উন্মে আফিয়া আকতার ও এক্সেল টেকনোলজিস’র হেড অফ এইচআর হিমেল দত্ত নিউটন। ক্যারিয়ার সেশন সঞ্চালনা করেন স্পেকট্রামের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি মোল্যা ও জুনিয়র এক্সিকিউটিভ নাজিফা সিয়ারা।

সন্ধ্যা সাড়ে ৭ টায় একই স্থানে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভিসি প্রফেসর ড. শেখ শরীফুল আলম।

স্পেকট্রামের মডারেট ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান, এসোসিয়েট প্রফেসার ফাহিম ইসলাম অনিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণের সহকারী পরিচালক শাহ মোঃ আজমত উল্লাহ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শিক্ষক অরূপ কুমার দেবনাথ।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পেকট্রামের জুনিয়র এক্সিকিউটিভ জুনায়েদ আল রাইয়ান ও রাইজা অহনা।

 

খুলনা গেজেট/এইচ/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!