কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা এবং তার সঙ্গে থাকা দুই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
লিয়াকত আলী মজুমদার বলেন, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন ওই নারী। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/ বিএম শহিদ