খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

কুকুরের জন্য ফোন আবিষ্কার!

আন্তর্জা‌তিক ডেস্ক

কুকুরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী। অনেক সময় বিশ্বস্ত প্রাণীটিও হয়ে উঠে মানুষের সবচেয়ে কাছের বন্ধু। এবার প্রভুভক্ত কুকুরের একা লাগলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন তেমন একটি যন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা। ‘ডগফোন’ নামের ওই যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

তবে কল ধরা হবে কিনা সেটা মালিকই নির্ধারণ করবে। এমনকি কল কেটে দেবেন নাকি ধরে রাখবেন সেটাও মানুষের ওপর নির্ভর করবে।

মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুরই মালিকের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিতে পারবে।

ডগফোন নির্মাতা দলের আশা, লকডাউনের কারণে মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে ওঠা পোষা কুকুরের একাকিত্ব দূর করতে সাহায্য করবে এই যন্ত্র।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!