খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

কাস্টমস কমিশনার হোসাইন আহমদ-এর মৃত্যুতে খুলনা গেজেট সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস কমিশনার হোসাইন আহমদ-এর মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেছেন খুলনা গেজেট সম্পাদক মোঃ মাহমুদ আহসান। এক শোক বার্তায় তিনি বলেছেন, “কমিশনার হোসাইন আহমদ কাস্টমস ও ভ্যাট বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুনাময় আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ শনিবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারী) ১৫ তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। হোসাইন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!