সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মোতাহার হোসেন (৫৮) মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান। এর আগে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
বিএনপি নেতা মোতাহার হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন মোতাহার হোসেন। ওইদিন সন্ধ্যায় ফতেপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় এক বখাটে মোটরসাইকেল চালক দ্রুত গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত আনতে হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে মারা যান তিনি।
খুলনা গেজেট/এএজে