সাতক্ষীরার কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ২৬ পলি ভারতীয় গলদার রেনু আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এ গলদা রেনু আটক করা হয়। তবে এঘটনায় বিজিবি সদস্যরা কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের কালিগঞ্জ বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬ পলি ভারতীয় গলদার রেনু আটক করে। এসময় বিজিব’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সাতক্ষীরাস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের কালিগঞ্জ বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গলদা রেনুর মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।
খুলনা গেজেট/ টি আই