সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগের দোসরকে নিয়ে তাঁরালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। উপজেলার তাঁরালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) উপজেলার তাঁরালী ও চম্পাফুল বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাঁরালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরশাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, বিএল কলেজ ছাত্রদলের সাবেক ভিপি গোলাম ফারুক, সাতক্ষীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম সেলিম আহমেদ, চম্পাফুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কিসমতল বারি, তারালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোনাজাত আলী প্রমুখ।
বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক চেয়ারম্যান এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাঃ শফিকুল আলম বাবু সম্প্রতি তাঁরালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির যে কমিটি অনুমোদন দিয়েছেন তাতে আওয়ামী লীগের দোসরদের অনেকেরই এই কমিটিতে রাখা হয়েছে। যা নিয়ে উপজেলা ব্যাপী তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতা-কমলীরা বিষয়টি নিয়ে ফুসে উঠেছেন।
এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক চেয়ারম্যান এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাঃ শফিকুল আলম বাবুকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। একই সাথে অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
খুলনা গেজেট/ টিএ