খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

কালিগঞ্জের নলতায় তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ১১ মার্চ শুক্রবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হচ্ছে। ১৩ মার্চ রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপি এই বার্ষিক ওরছ শরীফ শেষ হবে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক এই ওরছ শরীফ উপলক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নলতা পাক রওজা শরীফ, মাহফিল মাঠ, খানার মাঠ, রাস্তা-ঘাট, ফুটবল মাঠের দোকানপাট, রন্ধনশালা,ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেল সহ নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব।

নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণের মাহফিল মাঠে তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ৫৮ তম বার্ষিক ওরছ শরীফে যে সমস্ত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ আলোচনা করবেন তারা হলেন, ১১ মার্চ শুক্রবার বিকালে পীরে কামেল আলহাজ্জ হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (পীর সাহেব, গাছতলা দরবার শরীফ, চাঁদপুর), আলহাজ্জ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী (খতিব, মসজিদ-এ-বেলাল (রা.), আরবী প্রভাষক, কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা), এ্যাড. হাফেজ মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (খতিব ও পেশ ইমাম, ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদ, বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ), মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইন্সটিটিউট অব সুফীজম, ঢাকা)। ১২ মার্চ শনিবার আলহাজ্জ হজরত মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক (খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ঢাকা), হজরত মাওলানা শায়ের মোহাম্মদ হাছানুর রহমান হোছাইন নক্সবন্ধী (পরিচালক, দক্ষিণ শ্রীপুর দরগাহ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর), আলহাজ্জ হজরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক), আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা), আলহাজ্জ মুফতি মাওলানা মোঃ আবু সাঈদ জিহাদী রংপুরী ( খতিব, নলতা শরীফ শাহী জামে মসজিদ)।

মিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ মার্চ শনিবার বেলা ১২ টা হতে ২ টা পর্যন্ত মিশনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবারুক পরিবেশন করা হবে। পাশাপাশি এদিন দুপুরে পীর আম্মা ফয়জুন্নেছা’র ৫৫ তম বার্ষিকী কুলখানিও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ১৩ মার্চ রোববার সকাল ৯ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ওরছ শরিফ শেষ হবে।
প্রসঙ্গতঃ প্রতিবছর ৯ ফেব্রæয়ারি থেকে ১১ ফেব্রয়ারি নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণের মাহফিল মাঠে তিন দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হয়। এবছর সকল আয়োজন সম্পন্ন করার পরও করোনা পরিস্থিতির কারনে ফেব্রæয়ারি মাসে নির্ধারিত দিনে ওরছ শরীফ এর আয়োজন করা সম্ভব হয়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!