খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড জিন্নাপাড়ায় কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে তুষার-আসিফ জুটি চ্যাম্পিয়ন হয়।
একুশে সঞ্চয় প্রকল্পের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আরিফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সাঈদ মুহুরী। আয়োজক কমিটিতে ছিলেন নাজমুল হাসান সবুজ, মামুন ইসলাম, তারেক হাসান, খান সাইদুল ইসলাম, মো. রাসেল।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার ছিল ১০ হাজার টাকা এবং ট্রফি। রানারআপ পুরস্কার ছিল ৫ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেয়া হয়।
জানা গেছে, টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। গ্রুপ-এ ছিলো মামুন-সাইদুল, ফেরদৌস-মারুফ, হানিফ-হীরা, নজরুল ভাই-জাকার, ওবায়দুল-হাসিব এবং গ্রুপ-বি তে ছিলো তুষার-হাসিব, সবুজ-তারেক, বাবু-সৌরভ, খান সাইদুল- রাসেল, জামাল-আলমগীর, মিঠু-শিবলী ও বাবু-বাদল।
প্রত্যেক গ্রুপে তুমুল প্রতিদ্বন্দি¦তা শেষে ফাইনাল ওঠে জাকারিয়া তুষার ও আসিফ জুটি এবং ওবায়দুল ও হাসিব জুটি। ফাইনালে চ্যাম্পিয়ন হয় তুষার আসিফ জুটি। টুর্নামেন্ট শেষে ডিনার পার্টি হয়।
খুলনা গেজেট/এইচ