শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের তত্ত্বাবধানে খুলনা বিভাগের কলেজ পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিষয় ভিত্তিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শনিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার সাবেক পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম। এইচএসটিটিআই এর পরিচালক (প্রেষণে) ও শিক্ষা মন্ত্রণালয়ের নায়েমের পরিচালক ড. মোঃ আতিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষয়ভিত্তিক কোর্সের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠানের উপ-পরিচালক ড. প্রদীপ কুমার মন্ডল, সমন্বয়কারী প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ফারজানা কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠানের উপ-পরিচালক শওকত হোসেন, সমন্বয়কারী প্রতিষ্ঠানের সহকারী পরিচালক সমীর কুমার মুখার্জী। উদ্বোধন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাবিনা ইয়াসমিন।
খুূলনা বিভাগের বিভিন্ন কলেজ পর্যায়ে ৪০ জন শিক্ষকগণ দেড় মাস মেয়াদী ৯০তম বিষয়ভিত্তিক পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে এবং ৭১তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সে ২০জন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আলোচকগণ সরকারি স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেন।
খুলনা গেজেট/এনএম