খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

কলারোয়ায় বেত্রাবতী নদী খননে ৪শ’ পরিবারের বাসস্থান হারিয়ে মানবেতর জীবন যাপন

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া পৌরধীন গেপিনাথপুর ৬নং ওয়ার্ড বেত্রাবতী নদী খনন কাজ শুরু হয়েছে। ওই নদী খনন কাজ শুরু হওয়ায় ৩০/৪০ ঘর ভুমিহীন অসহায় মানুষ মানবেতার জীবন যাপন করছেন। তারা নদীর ধারে খুপড়ি ঘর বেধে বসবাস করতেন। নদী খনন কাজ শুরু হওয়ায় তাদের ঘর ভেঙ্গে দেয়া হয়েছে।

ছিন্নমুল মানুষেরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। তারা সরকারী ঘর পাওয়ার জন্য পৌর কাউন্সিলর আলফাছ উদ্দীন এর কাছে যান। তিনি কোন সুরহা দিতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের কাছে নিয়ে আসেন। মঙ্গলবার (৫এপ্রিল) সকালে ওই মানুষেরা একটি করে দরখাস্ত হাতে নিয়ে সরকারী ঘর পাওয়ার আসায় উপজেলা পরিষদ চত্বরে লাইন দিয়ে থাকেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদের সকলের কথা ভাল করে শোনেন এবং তিনি ডিসি মহোদয়ের সাথে কথা বলেন। পরে ইউএনও মহোদয় পৌরসভার মেয়রের মাধ্যমে পৌর এলাকার সকল ওয়ার্ডের ভুমিহীন মানুষের তালিকা প্রস্তুত করে রাখার জন্য বলেন।

তিনি আরো বলেন, ফাইলটি পৌরসভায় জমা রাখা হোক। উপজেলা প্রশাসন যখন চাইবে তখন ফাইলটি জমা দিবেন।

এদিকে সামনে বর্ষা মৌসুম পৌর এলাকার বেত্রাবতী নদীর ধারে প্রায় ৩/৪শ’ মানুষের বসবাস। এই মানুষগুলোর ঘর ভেঙ্গে দেয়ায় একদিকে বাসস্থান আর অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছে। তারা সকলেই সরকারী ঘর পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসাকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!