সাতক্ষীরার কলারোয়া থেকে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের কীটনাশক বাগআঁচড়ায় নিয়ে যাওয়ার পথে ছিনতাই হয়েছে। দীর্ঘ ১মাস ৫দিন পরে তা কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলার দমদম বাজারের আল্লার দান কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী সুমন হোসেন জানান, গত ৭ মার্চ বিকালে তিনি মেমো দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের কীটনাশক বাগআঁচড়ার বন্ধন ট্রের্ডাস এর প্রোপ্রাইটর বকতিয়ার রহমানের নামে ভ্যান যোগে পাঠান। পথিমধ্যে কলারোয়ার বেলতলা নামক স্থান থেকে ওই কীটনাশক ছিনিয়ে নেয়। বিভিন্ন স্থানে খোঁজ করে ছিনতাইকারীদের শনাক্ত করে তিনি কলারোয়া থানায় যশোর জেলার শার্শা থানার বাগুড়ি মাঠপাড়ার আবুল কালাম আজাদ, সাইজুল ইসলামের দুই ব্যক্তির নামে অভিযোগ দেন।
মঙ্গলবার (১২এপ্রিল) থানা পুলিশ অভিযোগ পেয়ে ছিনতাই হওয়া কীটনাশক উদ্ধার করেন। পরে পুলিশ ওই কীটনাশক আল্লার দান কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী সুমন হোসেনের কাছে দিয়ে দেন।